অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে নৌকাডুতিতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেলে রাজ্যের দেবীপটনম এলাকা সংলগ্ন গোদাবরি নদীতে ৬৩ জন যাত্রী নিয়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তার বরাতে এনডিটিভি জানায়, রোববার ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার পর নৌকাটির ২৩ জন আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) -এর দু’টি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
উদ্ধার তৎপরতা সম্পর্কে খোঁজ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগমোহন রেড্ডি। ওই অঞ্চলের যেকোনো ধরনের নৌ-বিহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে নৌকাডুবির ঘটনার মাত্র দুই দিন আগে মধ্যপ্রদেশে গণেশের প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে মারা যায় ১২ জন। বিশালাকৃতির গণেশ প্রতিমা বহনকারী আরোহীরা নৌকার এক পাশে বসে পড়লে তা ডুবে যায়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com