অনলাইন ডেস্ক : রাজধানীর কদমতলী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবা প্রথমে কক্সবাজার সদরে পরে ট্রাকযোগে নারায়ণগঞ্জে নিয়ে আসে। সেখান থেকে লোকাল বাসে ঢাকায় এনে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। আটকদের বিরুদ্ধে কদমতলী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com