স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়কের দায়িত্বপালন করেছেন মোহাম্মদ আজহার উদ্দিন। বর্তমানে কংগ্রেসের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৪৭ টেস্ট ও ১৭৪ ওয়ানডেতে ভারতের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি। ৯০ এর দশকে এই তুখড় এই ব্যাটসম্যানের ছেলের সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে চলেছেন সানিয়া মির্জা। দেশটির টেনিস কুইন খ্যাত এই তারকার ছোট বোন আনাম মির্জার সঙ্গে আজহারের ছেলের বিয়ে হতে চলেছে।
অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আনাম ও আজাহারের ছেলে আসাদ উদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। অবশেষে বিষয়টি স্পষ্ট করলেন সানিয়া নিজেই।
‘আগামী ডিসেম্বরে আমার বোনের বিয়ে। প্যারিসে ব্যাচেলর পার্টি থেকে কিছুদিন আগেই আমরা ফিরলাম। আমরা বিয়ে নিয়ে বেশ উত্তেজিত।’ টাইমস অব ইন্ডিয়া’কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সানিয়া। বেশ কিছুদিন আগে আসাদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন সানিয়া। ক্যাপশনে লেখা ছিল, ‘ফ্যামিলি’। আর এই কারণে শিরোনামেও আসে আসাদ-আনাম জুটি। সানিয়ার বোন ফ্যাশন ডিজাইনার। অন্যদিকে ২৯ বছর বয়সী আসাদ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন।
পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের স্ত্রী সানিয়া বলেন, খুব ভালো একজনকে বেছে নিয়েছে আনাম। তার নাম আসাদ। তিনি আজাহার উদ্দিনের ছেলে। আমরা সবাই বিয়ের অপেক্ষায় রয়েছি। ২০১৬ সালের নভেম্বরে হায়দরাবাদের ব্যবসায়ী আকবর রশিদের সঙ্গে বিয়ে করেছিলেন আনাম। যদিও সেই সংসারটি বেশি দিন টেকেনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com