বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি চিত্রনায়িকা প্রয়াত শ্রীদেবী আর প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবী কাপুর। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ছবি ‘ধড়াক’ দিয়ে বলিউডে সফলভাবে যাত্রা শুরু করেছেন জাহ্নবী কাপুর। তবে বাবার প্রযোজিত কোনো ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি ২২ বছর বয়সী এ তারকার।
অবশেষে প্রথমবারের মতো বাবা বনি কাপুরের প্রযোজিত একটি ছবিতে অভিনয় করতে চলেছেন জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন, `স্ট্রাইকার`খ্যাত সঞ্জয় ত্রিপাঠি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
যদিও ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করতে অনিহা বনির, তবুও শোনা যাচ্ছে, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি। সবকিছু ঠিক থাকলে পরের বছর জানুয়ারিতে ওই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।
তবে আপাতত পরবর্তী ছবি ‘রুহি আফজা’ নিয়ে বেজায় ব্যস্ত জাহ্নবী। ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে তাকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com