জমানো ৮৩ হাজার টাকার কয়েন দিয়ে মোটরসাইকেল কিনলেন যুবক
আন্তর্জাতিক ডেস্ক : পকেটে টাকা না থাকলে জমানো কয়েনকে চতুর্দশীর চাঁদ হিসেবে দেখেন অনেকে। সেই চতুর্দশীতেই ৮৩ হাজার টাকার কয়েন দিয়ে নিজের পছন্দের মোটরসাইকেল কিনলেন ভারতের মধ্যপ্রদেশের এক যুবক।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দিওয়ালিতে নিজের জন্য উপহার কিনতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের সাতানার যুবক রাকেশকুমার গুপ্ত। মোটরসাইকেল ডিলারের কাছে গিয়ে পছন্দ করেছিলেন প্রিয় মডেলটাই। ১২৫ সিসির ওই মোটরসাইকেলে রয়েছে ডিস্ক ব্রেকসহ নানা সুবিধা। মোটরসাইকেলটির দাম ৮৩ হাজার টাকা। শো-রুমে গিয়ে নিজের পছন্দের গাড়িটিই কিনেছেন রাকেশ।
মোটরসাইকেলে দাম মেটাতে তিনি ক্রেডিট কার্ড, ডিজিটাল অ্যাপ বা ইএমআই এর সাহায্যও নেননি। তিনি দাম মিটিয়েছেন নগদেই। তবে পুরোটাই খুচরোয়। ৫ টাকা ও ১০ টাকার কয়েন মিলে, মোট ৮৩ হাজার টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছেন রাকেশ। বিপুল পরিমাণ খুচরো পয়সা গুনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com