স্পোর্টস ডেস্ক
প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ইনিংস হার এড়ানোর চেষ্টায়।
খুঁড়িয়ে খুঁড়িয়ে পঞ্চাশ
১৯তম ওভারে বাংলাদেশের রান স্পর্শ করেছে পঞ্চাশ। তবে রানের এই ছোট মাইলফলকের মূল্য আছে সামান্যই, উইকেট যে হারাতে হয়েছে ৪টি! ইনিংস হার এড়ানো আপাতত দৃষ্টি সীমারও বাইরে।
৫ রানে খেলছেন মুশফিক, ১ রানে মাহমুদউল্লাহ।
জীবন পেলেন মুশফিক
প্রথম ইনিংসে তিনবার জীবন পেয়েছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসেও একবার পেয়ে গেলেন শুরুতেই!
মোহাম্মদ শামির বলটি ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। সিমে পড়লেও মুভমেন্ট ছিল না। তবে ড্রাইভ করার মতোও ছিল না, ছেড়ে দেওয়া হতো সহজ সমাধান। মুশফিক চাইলেন শরীর থেকে অনেক দূরে ড্রাইভ করতে। বল তার ব্যাটের কানায় লেগে গেল স্লিপে। কিন্তু সহজ ক্যাচটি দ্বিতীয় স্লিপে নিতে পারলেন না রোহিত শর্মা।
৪ রানে বেঁচে গেলেন মুশফিক।
ব্যর্থ মিঠুনও
রিভিউ নিয়ে মিঠুনকে ভারত ফেরাতে না পারলেও সেই আক্ষেপ দীর্ঘায়িত হলো না বেশি। মিঠুন নিজেই দিয়ে এলেন উইকেট।
শামির শর্ট বলটি স্কিড করে ব্যাটসম্যানের কাছে যায় আরও দ্রুততায়। মিঠুন চাইলেন পুল করতে, কিন্তু শট খেলতে দেরি করলেন অনেক। টাইমিং হলো না মোটেও। ব্যাটের ওপরের দিকে লেগে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ। দলের বিপদের সময় এরকম শট খেলা হয়তো অপরাধের পর্যায়েই পড়ে!
২৬ বলে ১৮ রান করে বিদায় নিলেন মিঠুন। বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৪।
মুশফিকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ।
রিভিউ হারাল ভারত
একটি রিভিউ নিয়ে সফল হওয়ার পরের ওভারেই আরেকটি রিভিউ নিল ভারত। এবার অসফল। নিজেদের রিভিউ দুটি হারাল তারা ১৪ ওভারের মধ্যেই।
উমেশ যাদবের বলটি খেলেছিলেন মিঠুন। মিডল স্টাম্পে পিচ করা বল সিমে পড়ে আরেকটি ভেতরে ঢুকে মিঠুনের ব্যাটকে ফাঁকি দিয়ে লাগে পায়ে। আউট দেননি আম্পায়ার মারাইস ইরাসমাস। রিভিউয়ে দেখা যায়, বল চলে যাচ্ছিল লেগ স্টাম্পের বাইরে দিয়ে।
মিঠুনের রান তখন ১৮।
পারলেন না মুমিনুল
দলকে উদ্ধার করতে পারলেন না মুমিনুল হকও। অভিষিক্ত অধিনায়ক ফিরলেন দলকে আরও বিপদে ঠেলে। রিভিউ নিয়ে জিতল ভারত। মোহাম্মদ শামি উইকেটের দেখা পেলেন প্রথম ওভারেই।
অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকে শামির বলটি। মুমিনুল খেলেছিলেন শাফল করে। চেষ্টা করেছিলেন ফ্লিকের মতো করতে। ব্যাটে-বলে হয়নি। বল লাগে প্যাডে, লেগ স্টাম্প তখন দেখা যাচ্ছিল স্পষ্ট।
এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেননি আম্পায়ার রড টাকার। ভারত নেয় রিভিউ। দেখা যায়, বল লাগছিল লেগ স্টাম্পে।
৭ রানে ফিরলেন মুমিনুল। বাংলাদেশ ৩ উইকেটে ৩৭।
৬ রানে শেষ সাদমানও
প্রথম ইনিংসের চিত্রনাট্যই যেন অনুসরণ করছে বাংলাদেশের ব্যাটিং। ইমরুলের পর এবার ঠিক ৬ রানেই ফিরলেন সাদমান ইসলাম। দুজনের ক্ষেত্রেই উইকেট শিকারী বোলার আগের মতোই!
রাউন্ড দা উইকেটে করা ইশান্ত শর্মার লেংথ বল পিচ করে ভেতরে ঢোকে আরও। সাদমান পা না নড়িয়েই চেষ্টা করেন ডিফেন্স করতে। ব্যাট-প্যাডে ফাঁক যা ছিল, বল ভেতরে ঢোকার জন্য যথেষ্ট।
প্রথম ইনিংসে ইমরুলকে ফিরিয়ে ভারতকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন উমেশ। ইশান্ত শর্মা পরের উইকেট নিয়েছিলেন সাদমানকে ফিরিয়ে। সেটিরই পুনরাবৃত্তি দ্বিতীয় ইনিংসে।
২৪ বলে ৬ রানে ফিরলেন সাদমান। প্রথম ইনিংসেও তার ছিল ২৪ বলে ৬।
৩৪৩ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৬। মুমিনুলের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন মোহাম্মদ মিঠুন।
রিভিউ হারাল ভারত
ইমরুলকে বিদায় করার ওভারেই আরেকটি উইকেটের আশায় ছিল ভারত। তবে সফল হয়নি তারা রিভিউ নিয়েও। উল্টো হারাতে হয়েছে একটি রিভিউ।
অফ স্টাম্পের একটু বাইরে থাকা লেংথ বল ছেড়ে দিয়েছিলেন মুমিনুল হক। কিন্তু বল শেষ সময়ে একটু ভেতরে ঢুকে লাগে মুমিনুলের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার মারাইস ইরাসমাস। রিভিউ নেয় ভারত। দেখা যায়, বল চলে যাচ্ছিল অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে।
মুমিনুলের রান তখন ৪।
বোল্ড ইমরুল
প্রথম ইনিংসের মতোই বাংলাদেশের দুই ওপেনারের জুটি টিকল ৫ ওভার। ষষ্ঠ ওভারে ভারত পেল প্রথম উইকেটের দেখা। উমেশ যাদবের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ইমরুল কায়েস।
উমেশের বলটি বাতাসে একটু সুইং করে অফ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকে আরও। ইমরুল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেছিলেন, ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক ছিল বিশাল। বল ভেতরে ঢুকে উপড়ে দেয় তার লেগ স্টাম্প।
১৩ বলে ৬ রানে বোল্ড ইমরুল। প্রথম ইনিংসেও ইমরুল ফিরেছিলেন ৬ রানে।
বাংলাদেশ ১ উইকেটে ১০।
আজই শেষ?
সাধারণত, তৃতীয় দিনে টেস্টের গতিপথ অনেকটা বোঝা যায়। কিন্তু এই টেস্টের ভাগ্য অনেকটা স্পষ্ট হয়ে গেছে প্রথম দুই দিনেই। তৃতীয় দিনে সবচেয়ে বড় প্রশ্ন, ম্যাচ কি চতুর্থ দিনে নিতে পারবে বাংলাদেশ?
টিভির পিচ রিপোর্টে সুনীল গাভাস্কার বললেন, “উইকেটে টুকটাক কিছু ক্ষত সৃষ্টি হয়েছে বটে, তবে তা খুবই হালকা। উইকেট এখনও ব্যাটিং সহায়ক। তবে সবচেয়ে জরুরী, এখানে লড়াই করে টিকে থাকার মানসিক শক্তি বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে কিনা। যদি সেখানে তারা উন্নতি করতে না পারে, ম্যাচ শেষ হতে পারে আজ বিকেলেই।”
ভারতের ইনিংস ঘোষণা
আগের দিন শেষ বিকেলে রবিচন্দ্রন অশ্বিনের আগে উমেশ যাদবকে ব্যাটিংয়ে নামিয়েছিল ভারত। শেষ সময়ের ব্যাটিংয়েও ছিল ঝড়। সবকিছুতেই ইঙ্গিত ছিল, তৃতীয় দিন সকালে যে কোনো সময় ইনিংস ঘোষণা করে দেবে ভারত। সেই অনুমানের প্রতিফলনই পড়ল বাস্তবতায়। আগের দিনের স্কোরেই ইনিংস ঘোষণা করে দিয়েছে ভারত।
৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করল ভারত। এগিয়ে তারা ৩৪৩ রানে। বাংলাদেশের সামনে এখন লড়াই ইনিংস ব্যবধনে পরাজয় এড়ানোর। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া দলের জন্য এটি ভীষণ কঠিন এক চ্যালেঞ্জ।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ১ম ইনিংস: ১১৪ ওভারে ৪৯৩/৬ (মায়াঙ্ক ২৪৩, রোহিত ৬, পুজারা ৫৪, কোহলি ০, রাহানে ৮৬, জাদেজা ৬০*, ঋদ্ধিমান ১২, উমেশ ২৫*; ইবাদত ৩১-৫-১১৫-১, আবু জায়েদ ২৫-৩-১০৮-৪, তাইজুল ২৮-৪-১২০-০, মিরাজ ২৭-০-১২৫-১, মাহমুদউল্লাহ ৩-০-২৪-০)।
|