আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে। মোট মৃত ২৭৩ জন। গেল ২৪ ঘণ্টায় ৯০৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে এনডিটিভি বিষয়টি জানিয়েছে।
শনিবার ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি ইঙ্গিত দেন দেশব্যাপী চলতে থাকা লকডাউন আরও দুই সপ্তাহ বাড়ানোর। করোনার সংক্রমণ রুখতে গেল ২৫ মার্চ থেকে শুরু হয় ভারতজুড়ে সম্পূর্ণ লকডাউন। ২১ দিনের লকডাউন শেষ হওয়ার কথা ১৪ এপ্রিল। তার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত এলো।
এদিকে লকডাউনে দেশটির অর্থনীতি আরও বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। তবে জীবন বাঁচাতে লকডাউনে থাকার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্বের নানা প্রান্তে এই পর্যন্ত ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮২৮।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com