অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে এবার ভোট দিতে পরিচয়পত্র লাগবে। এজন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষ সদস্যদের পরিচয়পত্র প্রদান করছে। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মহামারির কারণে সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক পরে ভোটকেন্দ্রে যেতে হবে এবং সদস্যদের পরিচয়পত্র সংগ্রহ করারও অনুরোধ জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, `সব সদস্যের অবগতির জন্য জানানাে যাচ্ছে, আগামী ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে করােনা মহামারির কারণে প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। পােলিং বুথে প্রবেশের সময় মুখে মাস্ক থাকবে বিধায় ভােটার শনাক্তকরণ বাধাগ্রস্ত হবে। এ কারণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিন পরিচয়পত্র বহন করতে হবে। ইতিমধ্যে যারা পরিচয়পত্র সংগ্রহ করেননি তাদের অবিলম্বে পরিচয়পত্র সংগ্রহ করার অনুরােধ করা হচ্ছে।`
এ ব্যাপারে প্রেস ক্লাবের সদস্যদের সহযােগিতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com