জেলা প্রতিনিধি : মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের বড়খড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার জাগলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে সোহাগ হোসেন ও ঘোড়ামারা গ্রামের মোস্তফা ইসলামের ছেলে সোহাগ হোসেন।
মাগুরার রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান বলেন, যশোরগামী একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে পুলিশ। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এ কর্মকর্তা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com