মিয়া আবদুল হান্নান : পার্শ্ববর্তী দেশ ভারতের ভিসা প্রায় আট মাস বন্ধ থাকার পর শুধুমাত্র পর্যটক ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা দিতে শুরু করেছে ভারত সরকার। তাই আবারও কলকাতার মেডিকেল পল্লী হিসেবে পরিচিত মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে বাংলাদেশি রোগীদের ভিড়। এতে সংশ্লিষ্ট খাতে পেশাজীবী মানুষের জীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। কলকাতার মেডিকেল পল্লী বলে পরিচিত শহরের বাইপাস লাগোয়া মুকুন্দপুর এলাকায় সাড়া বছর জুড়েই দেখা মিলতো বাংলাদেশিসহ বিদেশি রোগীদের আনাগোনা। কিন্তু এ বছর মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউনের কবলে পড়ে ব্যবসায় হিমশিম খাচ্ছিলো হাসপাতাল গুলো। তবে গত কয়েক দিন ধরে আবারও বাড়তে শুরু করেছে বাংলাদেশি রোগীদের উপস্থিতি। এতে স্বস্তি ফিরে এসেছে সংশ্লিষ্টদের মাঝে।সরকারি হিসেব মতে, স্বাভাবিক সময়ে বাংলাদেশ থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৬ থেকে সাত হাজার পর্যটক ভারতে আসেন। এদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশই আসেন চিকিৎসা সেবা নিতে। আর এই পঞ্চাশ শতাংশের মধ্যে ৭০ শতাংশই আবার কলকাতার মেডিকেল পল্লীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা মহামারী মরণঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাবের কারণে জুন পর্যন্ত সব ধরনের পর্যটন ও মেডিকেল ভিসা বাতিল করে ভারত সরকার। পরবর্তীতে কোভিড পরিস্থিতি আরও অবনতি হওয়ায়, ভিসা বাতিলের সময়সীমা আরও বাড়ানো হয়। জরুরি ক্ষেত্রে ভারতে প্রবেশের বিশেষ অনুমতি ছাড়া অক্টোবর পর্যন্ত পুরোপুরি বন্ধ রাখা হয় সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া। এরপর গেল অক্টোবরে শর্তসাপেক্ষে পর্যটন ভিসা ছাড়া মেডিকেলসহ আবারও সবধরনের ভিসা দিতে শুরু করে ভারত সরকার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com