আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ২ দিন ব্যাপী জনসচেতনতামূলক মাইকিংসহ প্রচার প্রচারণা। মঙ্গলবার ( ১লা ডিসেম্বর) থেকে ২ ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত বন্যহাতিসহ সকল প্রকার বন্য প্রাণী , সামুদ্রিক তিমি, ডলফিন, কাছিম, লাল কাঁকড়া হত্যা করা, শিকার, ধরা, ক্রয় বিক্রয় এবং অবৈধ বনজদ্রব্য পাচার, ,বনজদ্রব্য ক্রয় বিক্রয় এবং পাহাড় কর্তন রোধে, অবৈধ বালি উত্তোলন প্রতিরোধ, সরকার বনভূমি জবরদখলমুক্ত রাখতে শুরু হয়েছে ২ দিন ব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম।
প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবিরের সার্বিক তত্বাবধায়ন ও নির্দেশে দক্ষিণ বনবিভাগের আওতাধীন ১০ টি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাদের সহযোগিতায় মাইকিং সহ প্রচার প্রচারণার কার্যক্রম সূচনা হয়েছে।
মূলতঃবনজ সম্পদ রক্ষার্থে মানুষের মনে বন্যপ্রাণীদের প্রতি সহানুভূতি সহ সরকারী বনভূমি জবরদখল থেকে মুক্ত করতে বন বিভাগ এ ধরণের জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
জানা যায়, লোকালয়ে বন্যহাতি চলে আসায় বন্য প্রাণীদের সাথে কিছু মানুষ অমানুষিক আচরণ করে। হত্যাকান্ড সহ শিকার করে নিধনযজ্ঞ পাশবিক কাজে ব্যস্থ থাকে। অনেকে বন্য প্রাণী ক্ষতি করবে এ ধরণের মন মানসিকতা থেকে তাদের উপর আক্রমণ চালায়। ভবিষ্যতে যাতে এ ধরণের কর্মকান্ড পুনরাবৃত্তি না হয় সে জন্য কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উদ্যোগে বন্য প্রাণীসহ বনজসম্পদ রক্ষা বনভূমি জবরদখল মুক্ত সহ বন্যহাতি হত্যাকান্ডের শিকার না হয় সেজন্য সকল রেঞ্জে সভা সেমিনার , লিফলেট বিতরণ, মাইকিংসহ প্রচার,প্রচারণা চালিয়ে জনগণকে এ ব্যাপারে অবগত করে বনসম্পদ রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান বন বিভাগ। ইতোপূর্বে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উদ্যোগে গত ৬ থেকে ৮ এপ্রিল এবং ৯ থেকে ১০ জুলাই পর্যন্ত মোট ৫ দিন অনুরুপ ভাবে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা হুমায়ুন কবির জানান, বন্যহাতিসহ সকল প্রকার বন্যপ্রাণী ও বনজদ্রব্য, পাহাড় কর্তন, অবৈধভাবে বালু উত্তোলন, বনজদ্রব্য পাচার, জবরদখলের বিরুদ্ধে ২ দিন ব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে । ইতোপূর্বে গত এপ্রিলের ৬ থেকে ৮ তারিখ পর্যন্ত এবং গত জুলাই এর ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত মোট ৫ দিন জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
ডিসেম্বর থেকে জনসচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করা হবে।
তিনি আরো জানান, জনসচেতনতামূলক কার্যক্রমে সভা সেমিনারের আয়োজন করে জনগণ কে উদ্বুদ্ধকরণ, লিফলেট বিতরণ করে সচেতনতা সৃষ্টি, মাইকিং ও প্রচার প্রচারণার মাধ্যমে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ১০ টি রেঞ্জে ধারাবাহিকভাবে এ সকল কার্যক্রম বাস্তবায়িত হবে। বনজ সম্পদ, বন্যহাতি ও বন্য প্রাণী রক্ষার্থে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করণে বনবিভাগের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
|