২৮ ফেব্রুয়ারির মধ্যে ইমিগ্রেশন ও পুলিশের বিশেষ গোয়েন্দা শাখাকে এ তালিকা জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সোহেল আহম্মেদের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালত বলেন, অর্থপাচার মামলার শুনানির জন্য দ্বৈত পাসপোর্ট নিয়ে বিদেশে যাতায়াতকারীদের তথ্য জানা প্রয়োজন।
এর আগে অর্থপাচারকারীদের তালিকা চেয়েছিলেন হাইকোর্ট। সে সময় তালিকাটি সুনির্দিষ্ট না হওয়ায় পুনরায় আবার ২৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থপাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা দিতে বলা হয় দুদকসহ সরকারের ৫টি সংস্থাকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com