বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ১৮ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে সাড়ে ১৮ লাখ ছাড়ালো প্রাণহানি। মোট সংক্রমিত ৮ কোটি ৫৪ লাখের বেশি। গেল ২৪ ঘণ্টায় আরও ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হলো কোভিড নাইনটিনে। নতুনভাবে ৫ লাখের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রেই দিনে ১৪শ`র মতো মৃত্যুতে, তিন লাখ ৬০ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। দ্বিতীয় সর্বোচ্চ ৫০৪ জনের মৃত্যু দেখলো রাশিয়া।
সোমবারও, চার শতাধিক মানুষ মারা গেছেন ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায়। দৈনিক মৃত্যুহার কমে এলেও, ব্রাজিলে মোট প্রাণহানি দু’লাখের কাছাকাছি। ভারতে এ সংখ্যাটি দেড় লাখ ছুঁইছুঁই।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com