দেলোয়ার হোসাইন রোশাই, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র্যালী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলা সদরস্থ আনন্দ র্যালী শুরু হয়ে কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ`লীগের সদস্য শৈবাল চক্রবর্তী, উপজেলা যুবলীগের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল আরমান, যুগ্ম সাধারণ রাসেল রাসু, ইকবাল হোসাইন বাবলু,,সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাছান রনি, আলীশাহ, বেতাগী ইউনিয়ন সভাপতি খোরশেদ আলমসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আনন্দ র্যালী ও শ্রদ্ধা নিবেদনের শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com