অনলাইন ডেস্ক : বলিউড অভিনেতা সোনু সুদ ভারতের লকডাউনের মধ্যে বিভিন্নভাবে অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার কৃষকদের নিয়ে নির্মাণ শুরু হতে যাওয়া একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সোনু সুদ। `কিষাণ` নামের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করবেন ই নেওয়াজ।
`ড্রিম গার্ল`খ্যাত পরিচালক রাজ শান্দিলিয়া `কিষাণ` প্রযোজনা করছেন। রবিবার (৪ জানুয়ারি) বিষয়টি টুইটারে জানান তিনি। ক্যাপশনে তিনি লেখেন, আমার পরবর্তী প্রোডাকশন `কিষাণ`। সোনু সুদ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
সিনেমাটির ঘোষণা দেওয়ার পর বলিউড `শাহেনশাহ` অমিতাভ বচ্চন সবার প্রথমে অভিনন্দন জানান। `বিগ বি` টুইটারে লেখেন, `কিষাণ` সিনেমাটির সব ধরনের সফলতা কামনা করছি। এরপর ফিরতি বার্তায় সোনু সুদ লেখেন, `অনেক ধন্যবাদ স্যার`।
সোনু নিজের সম্পত্তি বিকিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোনুকে দেবতার সমতুল্য সম্মানও দিয়েছেন বহু মানুষ। কিছুদিন আগেই অভিনেতাকে সম্মান জানিয়ে তার কাজে প্রভাবিত হয়ে এক ভক্ত তার ফাস্ট ফুডের দোকানের নাম পালটে `লক্ষ্মী সোনু সুদ ফাস্ট ফুড সেন্টার` রেখেছিলেন। সেই ছবি শেয়ারও করেছিলেন সোনু।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com