জেলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মুদি দোকানি মো. নূর ইসলাম (৫০) মারা গেছেন। বুধবার (৬ জানুয়ারি) ভোরে নোয়াখালী জেলা সদরে আনার পথে তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) মনপুরা উপজেলার নতুন রামনেওয়াজ বাজার মসজিদ থেকে এশার নামাজ শেষ করে নিজ দোকানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত নূর ইসলাম উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আন্দিরপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নতুন বাজার এলাকায় মসজিদ থেকে নামাজ শেষে দোকানে ফিরছিলেন নূর ইসলাম। এসময় বেপরোয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com