তারেক আল আজিজ (কক্সবাজার সদর) : কক্সবাজার সদরের ভারুয়াখালীর আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডে হিন্দু সম্প্রদায়ের ১০টি বসতবাড়ি আগুনে ভস্মীভূত হয়ে পুড়ে যায়। ৬ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাত টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে বসতবাড়ির আসবাবপত্র ও মালামালের ক্ষয়ক্ষতি ঘটে। জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরো জানা যায়,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি বসতবাড়ির মোমের বাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, তীব্র শীতে ঘর হারিয়ে অসহায় পরিবার গুলো এখন চরম কষ্টে দিনপাতিত করছে।তবে আগুনে পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি। ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার সহ কয়েকজন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com