অনলাইন ডেস্ক : ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা মো. হোসাইন জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে সেখানে আগুন লাগে। তাদের কর্মীরা ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
তিনি বলেন, “বড় আগুন নয়, ধোঁয়া বের হচ্ছিল। এখন সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।”
হাসপাতালের একজন কর্মচারী জানান, হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় পিছনে বেলকনি থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশেই আইসিইউ ইউনিট থাকায় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এসময় অনেকেই নিচে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ওই কর্মচারীর ধারণা।
এ ঘটনায় রোগীদের কোনো সমস্যায় পড়তে হয়নি বলে মেডিকেল ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com