দাঁড়িয়ে থাকা ট্রলিতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ৫
জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দাঁড়িয়ে থাকা আখবোঝাই ট্রলিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় নজির আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) রাতে সাড়ে ৮টার দিকে দর্শনায় মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজির আহম্মদ উপজেলার পরাণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত নজিরের স্ত্রী নুরজাহান বেগম (৫৩), সিএনজি চালক সুজন (২২), রামনগর গ্রামের মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৩২), নাস্তিপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী নাজিনা খাতুন (৩৫) ও তার দেড় বছরের মেয়ে নাহিদা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার রাতে চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি সিএনজি দর্শনায় মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আখভর্তি ট্রলিতে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ নজির আহম্মদ নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com