বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার প্রিয়মুখ পূর্ণিমা। বহু সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। দীর্ঘদিন নেই রুপালি পর্দায়। তবে বিরতি কাটিয়ে একসঙ্গে `জ্যাম` ও `গাংচিল` নামের দুটি সিনেমা নিয়ে ফিরছেন তিনি।
তারমধ্যে `গাংচিল` ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। বর্তমানে এফডিসিতে চলছে এর আইটেম গানের শুটিং। সেখানে অংশ নিতে দেখা গেছে পূর্ণিমাকে। তার সঙ্গে আছেন অভিনেতা রাশেদ মামুন অপু।
গানের শুটিংয়ের কিছু ছবিতে দেখা গেল একসঙ্গে কোমর দুলাচ্ছেন পূর্ণিমা ও অপু।
বেশ দৃষ্টিনন্দন সেট তৈরি করে ছবির আইটেম গানের দৃশ্যধারণ করছেন পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।
এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে রয়েছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তা। আরও রয়েছেন তারিক আনাম খান, আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনু প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com