মিয়া আবদুল হান্নান : দেশকে এগিয়ে নিতে সবাইকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। ১০ জানুয়ারি ২০২১ রোববার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা ইস্পাহানি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
স্থানীয় ঢাকা -২ আসনে নির্বাচত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ধর্মের নামে রাজনীতি শুরু করেছিলেন, ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলে জিয়াউর রহমান।
মিছিলে মিছিলে মাঠ কানায় কানায় ভরে গেছে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে যায়, কামরুল তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে। মডেল থানার কোনো নেতা আছে, সেই নেতা কামরুল ভাই , সেই নেতা- সেলিম ভাই, সেই নেতা - বারকু ভাই। অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আজম খান বারকু এবং হাজী আফতাফ হোসেন বিপ্লব, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, হাজী বদিউল আলম, আল মামুন স্বপন, এস এম অপু, আলহাজ সোলায়মান জামান, সাইদ সান্জিব, আবদুল আজিজ, মোঃ মনির হোসেন, মোঃ বশির উদ্দিন মেম্বার,অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত আহবায়ক কমিটির যুগ্ন-আহবায়ক শফিউল আজম বারকু, কমিটির সদস্য হাজী মোঃ সেলিম ,বদিউজ্জামাল বদির, আই কে শাহীন, আব্দুল মান্নান, হাজী আলাউদ্দিন, হাজী সলিমউল্লাহ চেয়ারম্যান, অনেকে।
প্রসঙ্গত, ১৯৭২ সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তিলাভ করে তার স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন। তাই দিনটি বাঙালি জাতীর জন্য ঐতিহাসিক আনন্দের দিন।
|