মিয়া আবদুল হান্নান : রাজধানী ঢাকার কেরানীগঞ্জ উপজেলাটিতে বসবাসরত শহরের পাশের মানুষগুলো কোন মতে অন্য রোডের বাস বা ছোট ছোট বাস-মিনিবাসে শহরে প্রবেশ করতে পারলেও সৈয়দপুর, রুহিতপুর, রামেরকান্দা, শাক্তা, কোনাখোলা কালিন্দী, জিঞ্জিরার জনি টাওয়ার, কদমতলী, নয়া বাজারসহ গুলিস্তানের আশেপাশের যাত্রীরা ছিলো একেবারে সুবিধা বঞ্চিত। নতুন সোনাকান্দা-সৈয়দপুর-জিনজিরা বাস সার্ভিসটি বন্ধ হওয়ার পর বহু কষ্টে যাতায়াত করতে হয়েছে দক্ষিণ-পশ্চিম কেরানীগঞ্জ ও পাশের সিরাজদিখান উপজেলার সৈয়দপু-রাজানগর এলাকার যাত্রীরা। সার্ভিসটি চালু হওয়ার ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের চাওয়া পূরণ হলো। দিশারী বাস কোম্পানির বাসগুলো প্রতিদিন ভোরবেলা থেকে রাত ৮ পর্যন্ত ঢাকা বিসিক শিল্পনগরী (নতুন সোনাকান্দা) থেকে রুহিতপুর, রামের কান্দা, শাক্তা, কোনাখোলা,কালিন্দী, জিঞ্জিরা (জনি টাওয়ার), কদমতলী, নয়াবাজার, তাঁতীবাজার গুলিস্তান হয়ে মিরপুর- চিড়িয়াখানা রোডে চলাচল করবে। ঢাকা বিসিক শিল্প নগরী হতে বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা বিসিকশিল্পনগরী হতে রুহিতপুর বাজার ১০ টাকা, রুহিতপুর হতে কদমতলী ২০ টাকা এবং রুহিতপুর হতে গুলিস্তানের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।ঢাকা বিসিক শিল্পনগরী হতে গুলিস্তান ৪০ টাকা ভাড়া নির্ধারণ । এর আগে একাধিক বার কয়েকটি কোম্পানির বাস চালু হলেও বন্ধ হয়েগেছে নানা কারনে। তবে এবার বাসটি চালু রাখতে সকলের সহযোগীতা চেয়েছে বাস মালিক কর্তৃপক্ষ। রুহিতপুর-গুলিস্তান রোডের নিয়মিত যাত্রী সৈয়দপুর হতে গুলিস্থান যাতায়াতে সুবিধা বঞ্চিত যাত্রীরা ভালোভাবে যাতায়াতের ব্যবস্থা করেন সংশ্লিষ্ট বাস মালিক কর্তৃপক্ষের নিকট দাবী ও প্রত্যাশা।রুহিতপুরের ধর্মশুর হামিদিয়া মাদরাসার মোহতামীম আলহাজ হযরত মাওলানা নুরুল হক হামিদী, ইতিপূর্বে এই দিশারী পরিবহন রুহিতপুর বাজার ব্রীজ ষ্ট্যান্ড হতে নিয়মিত চালু ছিলো, ক্রমে ক্রমে যাত্রীও বৃদ্ধি হতে থাকে। তৎকালিন বিএনপি সরকারের পটপরিবর্তনের পর দিশারী পরিবহনের চাকা রুহিতপুর বাজার থেকে বন্ধ হয়ে যায় এবার যেনো ঐরকম কিছু না ঘটে। রুহিতপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী হতে দিশারী পরিবহন চলাচলে যাত্রী বাড়ছে বাসটি চালু হওয়ার ফলে আমাদের দীর্ঘ দিনের চাওয়া পূরণ হলো। এখন শহরে যেতে আমাদের অতিরিক্ত সময় ও টাকা কিছু কম লাগবে। এ নিয়ে দৈনিক এশিয়া বাণীতে ধারাবাহিক সংবাদ প্রচার করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বীরমুক্তিযোদ্ধা - এডভোকেট( আলোকিত ধর্মশুর সংগঠনের প্রনেতা) আব্দুল কাইয়ুম বলেন, রুহিতপুর থেকে গুলিস্থান যাতায়াতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই , কেরানীগঞ্জ উপজেলার উপর দিয়ে উন্নতমানের বহু পরিবহন যাতায়াত করলেও রুহিতপুর-গুলিস্তান রোডে কোন ভালো বাস সার্ভিস ছিলো না। এলাকাবাসীর দীর্ঘ দিনের চাওয়া ছিলো একটি ভালো যোগাযোগ ব্যবস্থা। আশা করি দিশারী পরিবহন( বাস সার্ভিস ) চালু হওয়ার ফলে তারা উপকৃত হবে। সামনের দিনগুলোতে এই রোডে আরও ভালো মানের পরিবহণ চলবে বলেও জানান তিনি। তবে নতুন সোনাকান্দা (সৈয়দপুর) নামক ষ্ট্যান্ড থেকে সময়সূচি নির্ধারণ নিশ্চত করলে, আমাদের মতো অফিসিয়াল যাত্রীরা কর্মক্ষেত্রে যাতায়াতে সুবিধা হবে। দিশারী পরিবহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় নির্ধারণের সুদৃষ্টি দেওয়ার আহবান জানান।
|