কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীক বিজয়ী হয়েছে। শনিবার সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
সূত্র মতে, নৌকা প্রতীকে ৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শওকত হোসেন ভূঁইয়া। জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেন পেয়েছেন তিন হাজার ১৫৫ ভোট। ধানের শীর্ষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মো. আলমগীর খান পেয়েছেন দুই হাজার ৬৯৫ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম ৯৪৪ ভোট পেয়েছেন। সবচেয়ে কম ভোট পেয়েছেন ছাতা মার্কার এলডিপির মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ ১৮৯ ভোট।
এদিকে সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ড আকতার আহমেদ নাদিম, ২নং ওয়ার্ডে আবু কাউসার, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম, ৮নং ওয়ার্ডে আব্দুর রব, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা আক্তার, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন বিজয়ী হন। অপরদিকে ভোটের ফলাফল ঘোষণার পরে ইভিএমে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম হোসেন। তিনি বলেন, ইভিএমে স্থূল কারচুপি হয়েছে। যে কারণে তিনি পরাজিত হয়েছেন।
উল্লেখ্য, চান্দিনা পৌর এলাকায় মোট ভোটার ৩১ হাজার ৮৪৮জন। প্রদত্ত ভোটের সংখ্যা ১৬ হাজার ৪৯৩ জন, যা মোট ভোটারের মধ্যে ৫১.৭৯ শতাংশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com