মিয়া আবদুল হান্নান : মাওলানা মোঃ আইয়ুব আলী মৃত্যুতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মশুর কেন্দ্রীয় জামে মসজিদে ১৭ জানুয়ারি ২০২১ রোববার ফজরের নামাজ শেষে মরহুম মাওলানা মোঃ আইয়ুব আলী বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করেন দক্ষিণ ধর্মশুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারি মনিরুল ইসলাম বিন করিম, মোনাজাতে শরীক হয়েছেন, সাংবাদিক ও রুহিতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিয়া আবদুল হান্নান, হাজী মোঃ নেছার উদ্দিন নাসির, হাজী রিয়াজুল ইসলাম, দ্বীন ইসলাম প্রমুখ। পটুয়াখালীর মির্জাগঞ্জের মহিষকাটায় ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১২ জন পথচারী পানিতে পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করলেও এক মাদরাসার সুপারকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর কয়েক ঘণ্টা পর মাওলানা মোঃ আইয়ুব আলী নামে ওই সুপারের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার রাত ৮টার দিকে মহিষকাটা সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর থাকা ব্রিজটি ভেঙে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মাওলানা মোঃ আইয়ুব আলী ঘটনাস্থলে ইন্তেকাল করেন,ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মাওলানা মোঃ আইয়ুব আলী মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া আসমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দুমকি উপজেলার পাংগাশিয়ার নল দোয়ানী।ঘটনাস্থ পরিদর্শন করেন, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সারোয়ার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা `ওসি` শওকত আনোয়ার, তিনি জানান, মাদরাসার সুপার মাওলানা মোঃ আইয়ুব আলী তার মাদ্রাসার সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন খান ঢাকা থেকে আসার পথে তিনি মহিষকাটা যান। শুক্রবার রাতে সভাপতিকে বহন করা গাড়ি ওই ব্রিজ দিয়ে পার করা যাবে কিনা তা দেখতে ব্রিজের মাঝে যান তিনি। এ সময় হঠাৎ করে ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা ও মোটরসাইকেলসহ ১০-১২ জন পথচারীসহ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়। মাদরাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম মুঠোফোনে দৈনিক এশিয়া বাণীকে জানান, ঘটনাস্থলে মাওলানা আইয়ুব আলী মারা যায়, আহত হয়েছেন, মাদরাসার সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন খান, মাওলানা রফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাদা রনী, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা মোঃ ফোরকানুল আলম প্রমুখ।গতকাল ১৬ জানুয়ারি ২০২১ শনিবার মরহুম মাওলানা মোঃ আইয়ুব আলী`র প্রথম জানাজার নামাজ সকাল ৯ টায় সুবিদখালী দারুন সুন্নাত সালেহিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গনে ,দ্বিতীয় জানাজা পাংগাসিয়া নলদোয়ানী (কুলায়) জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে । মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ পু্ত্র, ১ কন্যা ও বৃদ্ধা মা`সহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।
|