অনলাইন ডেস্ক : ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি নতুন বছরের শুরুতেই `বিয়ে আমি করবো না` নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এই ছবিতে তানহার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ইমন।
জানা গেছে, পুরোপুরি কমেডি ঘরানার গল্পের ছবিটি নির্মাণ করবেন নির্মাতা রকিবুল আলম রকিব। এই ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা জানান, চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে।
নতুন ছবি নিয়ে চিত্রনায়িকা তানহা বলেন, `অনেক দিন বাদে নতুন বছরে নতুন সিনেমার শুটিং শুরু করলাম। গল্প শুনেই সিনেমাটি করতে রাজি হয়েছি। গত ১৬ জানুয়ারি থেকে সাভারে ছবিটির শুটিং শুরু হয়েছে। আশা করি ভাল কিছু হবে।` উল্লেখ, তানহা তাসনিয়া অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে `ভালো থেকো`। ছবিটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর এই চিত্রনায়িকা বেশ কিছু টিভি নাটকেও অভিনয় করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com