কক্সবাজারে নবম থানা হিসেবে উদ্বোধন হচ্ছে ঈদগাঁও থানা
তারেক আল আজিজ, কক্সবাজার (সদর) : আগামীকাল বুধবারে বহুল প্রতিক্ষিত কক্সবাজারের ঈদগাঁও থানা শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন।
জানা যায়,২০ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় তিনি ঈদগাঁওতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পুলিশ সূত্রে জানা যায় , ঈদগাঁও থানা হবে কক্সবাজার জেলার নবম পুলিশি থানা।মূলত কক্সবাজার সদরের জালালাবাদ, ইসলামাবাদ ঈদগাঁও, ইসলামপুর, পোকখালী ইউনিয়ন নিয়ে স্থাপিত হতে যাচ্ছে ঈদগাঁও থানা। বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম প্রমুখ উপস্থিত থাকবেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাস স্টেশনের একটু উত্তরে ইসলামাবাদ ইউনিয়নের তুলাতলী’র বর্তমান তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানা হিসেবে রূপান্তর করা হবে। নবগঠিত ঈদগাঁও থানা হবে দেশের ৬৫১ তম থানা। আগে কক্সবাজার সদর মডেল থানার অধীনে ছিলো ঈদগাঁও তদন্ত কেন্দ্র। পুরাতন তদন্ত কেন্দ্রকে থানা হিসাবে উদ্বোধনের জন্য বর্ণাঢ্য সাজে সাজানো হচ্ছে। নবগঠিত ঈদগাঁও থানায় রূপান্তরের মাধ্যমে কক্সবাজার জেলায় পুলিশী থানার সংখ্যা হবে মোট ৯টি।
উল্লেখ্য যে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com