বিনোদন ডেস্ক : বলিউডে নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। হঠাৎ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তার ভক্তদের মধ্যে বেশ শঙ্কা তৈরি করেছে এ খবর।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, অভিনেত্রী আলিয়া ভাট গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন।
`গাঙ্গুবাই কাঠিওয়াড়ি` সিনেমার শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ওই সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ করেই তিনি শারীরিক দুর্বলতা অনুভব করেন।
পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত কিছুটা ভালো আছেন তিনি। প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে অভিনেত্রীকে।
এদিকে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বিয়ে নিয়ে কল্পনা-জল্পনার শেষ নেই। শোনা যাচ্ছে শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে চলছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com