করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক আফজাল মোহাম্মদের ইন্তেকাল
মিয়া আবদুল হান্নান : মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়ে চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক সাংবাদিক আফজাল মোহাম্মদ ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ বৃহস্পতিবার নিজ জেলা পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয় ।টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন আফজাল মোহাম্মদ। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিজেসি।এছাড়াও আফজালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com