জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গভীর রাতে এনায়েতপুর উপজেলার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করা হয়।
এরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মুরালিপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে অদু মিয়া (২৭) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানার সোনারগাঁও গ্রামে মহারাজ মীরের ছেলে মাহবুব মীর (২৪)।
ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com