জেলা প্রতিনিধি : রাজবাড়ী সদর থানায় ৬০ পুরিয়া হেরোইনসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে পুলিশ এ তথ্য জানায়।
গ্রেফতার শরিফুল ইসলাম সদর থানার সজ্জনকান্দা কাহারপাড়ার পান্নু সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) স্বপণ কুমার জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সকালে সদর থানা পুলিশ শহরের আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এ সময় একাধিক মাদক মামলাসহ ১০ মামলার আসামি শরিফুল ইসলামকে ৬০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com