বিনোদন ডেস্ক : গত বছরই ঘোষণা আসে বিকাশ বহল পরিচালিত নতুন সিনেমা `গণপথ` নিয়ে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন ভাসু ভগ্নি, বিকাশ বহেল, দীপশিখা দেশমুখ এবং জ্যাক্কি ভগনাণী।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে টাইগার শ্রফের অন্তর্ভুক্তির খবরও তখনই জানা যায়।
তবে এবার সিনেমাপ্রেমিদের জন্য নতুন খবর। `গণপথ` সিনেমায় টাইগারের বিপরীতে অভিনয় করবেন কৃতি স্যানন। এই খবর বলিউডপাড়ায় বেশ চমক তৈরি করেছে।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কৃতি ছবিটির জন্য অডিশন দিয়েছেন। তারপর তাকেই নেয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছেন সিনেমার প্রযোজক-নির্মাতা। এর আগে ২০১৪ সালে সাব্বির খানের `হিরোপন্তি` সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন টাইগার এবং কৃতি।
১০ ফেব্রুয়ারি (বুধবার) টাইগার নিজে তার টুইটার আইডি থেকে কৃতিকে অভিনন্দন জানিয়েছেন। আবারও জুটি হিসেবে কৃতিকে পেয়ে তিনি বেশ আনন্দিতই।
সিনেমার নির্মাতা-প্রযোজকদের ভাষ্য, `গণপথ`-কে অ্যাকশন ধারার সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন তারা। ভবিষ্যতে সিনেমাটির সিক্যুয়েল তৈরি করার পরিকল্পনাও রয়েছে তাদের।
চলতি বছরের মাঝামঝি সময় হতে শুরু হতে পারে এ সিনেমার শুটিং। আর মুক্তি দেয়া হবে ২০২২ সালে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com