পুত্র সালমান ফার্সির খোঁজ খবর না পাওয়াতে মা শাহিদা বেগম শয্যাশায়ী
মিয়া আবদুল হান্নান : রাজধানী ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন, রুহিতপুর ইউনিয়নস্থ ধর্মশুর হামিদিয়া মাদরাসা ৫ম শ্রেণির ছাত্র মোঃ সালমান ফার্সি গত ১ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ সোমবার হারিয়ে গেছে। তার, বয়স- ১৩ বছর, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন, রুহিতপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মশুর গ্রামের মাজহারুল ইসলামের একমাত্র পুত্র। , সকাল ১০ টার দিকে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাবার উদ্দেশ্য বাড়ি থেকে মায়ের নিকট বলে গেলেও মাদরাসায় যায়নি, বাড়িতে ও ফিরে আসেনি, সালমানের মা শাহিদা বেগম পুত্র শোকে পাগল প্রায় খাওয়া দাওয়া বন্ধ, পুত্র সালমানের খোঁজ খবর না পাওয়াতে মা শাহিদা বেগম শয্যাশায়ী হয়ে পরেছে। সালমানের উচ্চতা ৪`৬" গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল সুরমা রংয়ের পাঞ্জাবি। সালমানের বড় চাচা নবাবগঞ্জ মসজিদ- মাদরাসা রোড লালবাগথানাস্থ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মোহতামীম মাওলানা শহিদুল ইসলাম দৈনিক এশিয়া বাণীর সাথে মুঠোফোনে জানান , সালমান ফার্সি আমার ভাতিজা ও আমাদের মাদরাসায় হেফজখানায় পড়ালেখা করতো মরণঘাতী মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউনের বাড়িতে চলে যায় । পরে মাদরাসা লগডাউন প্রত্যাহারে ধর্মশুর হামিদিয়া মাদরাসা ভর্তি করা হলে, সেখানে আবাসিক থেকে লেখাপড়া করতো। বাড়ি থেকে খবর পেলাম সালমান ফার্সিকে পাওয়া যাইতেছেনা। অনেক খুঁজাখুজির পর না পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডাইরি করা হয়েছে,যার নম্বর - ২১২,তারিখ ৪/২/২০২১ কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটি সন্ধান পেয়ে থাকেন তাহলে উপোরোক্ত ঠিকানায় ও মোবাইল নম্বর 01734420399/01875552350 অত্র মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মূফতি মোঃ লোকমান হোসাইন বিন সামসু উদ্দিনের সাথে যোগাযোগ করার বিশেষ অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ ঠিকানা ধর্মশুর হামিদিয়া মাদরাসা, রুহিতপুর, কেরানীগঞ্জ মডেল, ঢাকা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com