মিয়া আবদুল হান্নান : দুর্নীতিবাজ টিসিবি কর্মকর্তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে মরার আগে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন রংপুরের সাংবাদিকরা। ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ । মানববন্ধন চলাকালে সাংবাদিকবৃন্দ জানান মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় টিসিবির মালামাল পণ্য মানুষের মাঝে বিক্রয় না করে কালোবাজারে বিক্রির করে সেই চোরদের সংবাদ বিভিন্ন দৈনিকে প্রকাশ করার কারণে। ব্যবসায়ীদের গুদামঘরে, খাটের নিচে সয়াবিন তেল পাওয়া চিত্রগুলো সারাদেশের মানুষ দেখেছে। তখন থেকেই দুর্নীতিবাজ টিসিবির কর্মকর্তা-কর্মচারীরা রংপুরের সংবাদকর্মীদের ওপর ক্ষুব্ধ।তাদের অভিযোগ, সম্প্রতি ২০ কেজি পেঁয়াজ ছাড়া অন্য কোনও পণ্য বিক্রি না করার অভিযোগসহ টিসিবি কর্মকর্তাদের নানা অনিয়ম-দুর্নীতির খবর প্রকাশ করার অপরাধে টিসিবির কর্মকর্তা প্রতাপ কুমার রায় সিনিয়র সাংবাদিক দৈনিক সংবাদের নিজস্ব বার্তা পরিবেশক লিয়াকত আলী বাদল ও দৈনিক করতোয়ার মহানগর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পীকে সন্ত্রাসীদের দিয়ে অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে।মানববন্ধনে টিসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের ও হত্যার হুমকিসহ মানসিক নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সাংবাদিক বাপ্পী বলেন, দুর্নীতিপরায়ণ টিসিবি কর্মকর্তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের হাতে মরার বদলে নিজেই গায়ে পেট্রোল ঢেলে মরবো। আগামী ৭দিনের মধ্যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহৎ কর্মসূচির ডাক দেয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এসময় বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়জিদ আহমেদ, সিটি প্রেসক্লাব সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বাবলু নাগ, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com