আন্তর্জাতিক ডেস্ক : অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন প্রিন্স ফিলিপ। অবস্থা গুরুতর না হলেও ৯৯ বছর বয়সী ব্রিটিশ রাজপুত্রকে `সতর্কতামূলক ব্যবস্থা` হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসির।
বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্যালেসের একটি সূত্র বিবিসি`কে জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র গাড়িতে চড়েই হাসপাতালে গেছেন। ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি সেখানে ভর্তি হয়েছেন।
সূত্রটি জানিয়েছে, ব্রিটিশ রাজপুত্র বেশ কিছুদিন থেকেই অসুস্থবোধ করছিলেন। তবে সেটি করোনাভাইরাসজনিত কোনো কারণ নয়।
প্রিন্স ফিলিপ ও তার স্ত্রী রানি এলিজাবেথ করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের সময়টা ইংল্যান্ডের উইন্ডসর প্রাসাদেই কাটাচ্ছিলেন। গত মাসে ব্যক্তিগত চিকিৎসকের সাহায্যে করোনা ভ্যাকসিন নিয়েছেন এ দম্পতি।
প্রিন্স ফিলিপ হাসপাতালে ভর্তি হলেও ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ উইন্ডসরেই রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com