ডেস্ক রিপাের্ট : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
করোনা মহামারির মধ্যেও একুশের প্রথম প্রহর থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সব শ্রেণিপেশার মানুষ। হাতে হাতে ফুল আর ব্যানার নিয়ে একুশের সকালেও স্মৃতির মিনারে একই ঢল। শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করছে মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে প্রাণ দেয়া একুশের শহীদদের। ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
সবার প্রত্যাশা, সর্বস্তরে বাংলা ভাষার যথাযথ প্রয়োগই হবে একুশের আত্মত্যাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাকে আরো সমৃদ্ধ করার দাবি উঠছে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিনে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com