মিয়া আবদুল হান্নান : একুশে ভাষা শহীদদের স্মরণে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নানা-শ্রেণি পেশার মানুষ। এ সময় ভাষা শহীদদের স্মরণ করে নিরবতা পালন করেন তারা। তবে এবার মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবও বাস্তবতায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আয়োজনটি এবার হচ্ছে সীমিত পরিসরে। রাজধানীতে রাত ১২টা ১ মিনিট ২১ফেব্রুয়ারি ২০২১ রোববার, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্ব-শরীরে আসেননি। তাদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম ও মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মোংলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে। এর আগে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট শহীদ মিনারে সংগীত পরিবেশন করেন। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্থরের মানুষের ঢল নামে।
আমান উল্লাহ আমানের নেতৃত্বে : সাবেক ডাকসু ভিপি, প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়বাদী দল চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ আমান উল্লাহ আমানের নেতৃত্বে, আমাদের বাংলায় কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন।মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, আলহাজ আমান উল্লাহ আমান ও জাতীয় নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা আলোকিত ধর্মশুর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আব্দুল কাইয়ুমের নেতৃত্বে: রুহিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত ১৯৫২ ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, আলোকিত ধর্মশুর অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ লিয়াকত আলী, অত্র সংগঠনের সহ সভাপতি- সাংবাদিক মিয়া আবদুল হান্নান, মোঃ ইকবাল হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মোঃ বাবুল শাহরিয়ার, এডভোকেট মোঃ আতিকুল ইসলাম, এডভোকেট মোঃ সিদ্দিকুর রহমান, এডভোকেট মোঃ মাসুদ রানা, মোঃ মোক্তার হোসেন জীবন,মোঃ নাজমুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মৃদুল আহমেদ, সেজান মাহমুদ অর্ণব, মোঃ রেজাউল করিম রাজু প্রমুখ।
মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে : ৫২ ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে রুহিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন, রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সাবিকুন নাহার , সহকারী শিক্ষক মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ মোতালেব হোসেন গগন,সালমা খানম, নির্মল মন্ডল, মাহমুদা আক্তার, মনোজ বিশ্বাস, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সেলিনা আক্তার, নাজমুন নাহার, নাজমুল ইসলাম, তাহমিনা আক্তার প্রমুখ।
হুমায়ুন কবিরের নেতৃত্বে : পারজোয়ার কালিন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নিজস্ব শহীদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন বীর শহীদদের প্রতি যারা মাতৃভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন , সালাম ,বরকত, রফিক, জব্বর, অহিউল্লাহ, শফিউর , আউয়াল তাদের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নাজমুল আহসান মজুমদারের নেতৃত্ব : ( কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অবঃপ্রাপ্ত) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় একুশে গার্লস স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে " একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ পালিত হয়েছে আজ।
সাংবাদিক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে: নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিলের নেতৃত্ব সকল সাংবাদিক নেতৃবৃন্দ ও একুশে গার্লস স্কুল এবং ভাউরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে।নবাবগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান একুশের বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী।
লেকচারাল সাংবাদিক মোঃ মহসিন হোসেনের নেতৃত্ব: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন সহ অন্যান্য অফিসার বৃন্দ ৷
নেওয়াজ দেওয়ানের নেতৃত্বে: মহান ভাষা শহিদের প্রতি শুদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ বাউল একাডেমি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দ তারা হাই কোট মাজার এলাকা আনন্দ বাজার শাহবাগ ঢাকা। শিলারা ইসলামের নেতৃত্বে: সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রুহিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নুতন সোনা কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
কলাগাছের তৈরী ভাষা শহীদদের স্বরণে : ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। পরে রোববার ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন। ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন মাদ্রাসার ৩৫জন জন শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হন।
|