রাঙ্গুনিয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দীন শাহ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেলোয়ার হোসাইন রোশাই, রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৌরসভা বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী ও পৌরসভা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন শাহ সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে প্রার্থীর বাসভবনে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শওকত আলী নুর।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মুহসিন, রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সংসাদ সদস্য পদপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম.মুরাদ চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি একতিয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সেচ্ছাসেবকদলের সভাপতি ওকিল আহমদ, সাধারণ সম্পাদক হাজী ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক রাশেদসহ জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com