আবু সায়েম, কক্সবাজার : রামু উপজেলা প্রশাসন কক্সবাজার উত্তর বন বিভাগের টাস্কফোর্স অভিযান চালিয়ে বাঘখালী বিটের হাজির পাড়ায় ১ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
রামু উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে করাতকল স্থাপিত হলে বিষয়টি কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা তহিদুল ইসলামের নজরে আসলে তিনি অভিযানের নির্দেশ দেন।
মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী সহকারী কমিশনার( ভূমি) সরোয়ার উদ্দিন, স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহানের নেতৃত্বে যৌথ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। এ সময় বাঘখালী রেঞ্জ কর্মকর্তা , বিট কর্মকর্তাসহ স্টাফগণ অভিযানে অংশগ্রহণ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রামু উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে বেশকিছু করাত কল বসানো হয়েছে। দীর্ঘদিন ধরে কোন প্রকার লাইসেন্স ছাড়াই কতিপয় প্রভাবশালী মহল অবৈধভাবে করাতকল বসিয়ে কাঠ চিরাই করে আসছিল। স্পেশাল টিমের ওসি একেএম আতা এলাহী বলেন, উপজেলা প্রশাসন বন বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১টি করাতকল উচ্ছেদ করে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক সোহেল রানা বলেন, ধারাবাহিক অভিযানের অংশহিসেবে ১ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। সরকারি বনভূমি উদ্ধার এবং সরকারী বনজসম্পদ রক্ষার্থে আমরা সজাগ রয়েছি। অবৈধভাবে করাতকল স্থাপন এবং অবৈধ স্থাপনা নির্মাণ করলে তারা যতো বড় প্রভাবশালী হোক না কেন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com