রাঙ্গুনিয়ায় এড. নুরুচ্ছাফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনালে পদুয়ার খুরুশিয়া
দেলোয়ার হোসাইন রোশাই, রাঙ্গুনিয়া প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির শ্রদ্ধেয় পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,চটগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সফল সভাপতি,চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহত্তর চটগ্রামের সূনামধন্য পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রথম সেমিফাইনালে পদুয়া ইলেভেন সুপার স্টার ফুটবল একাদশকে ট্রাইবেকার পরাজিত করে ফাইনালে উঠে খুরুশিয়া ফুটবল একাদশ।
সোমবার বিকালে পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাঈদ মাহমুদ রনি ও পদুয়া মুক্তি যোদ্ধা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নয়ন বড়ুয়া,উদ্বোধনী বক্তব্য রাখেন মুক্তি যোদ্ধা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পুলক চৌধুরী।
ফুটবলার মানিক কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন আ`লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, পদুয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বাবু বিষু তালুকদার,পদুয়া ইউনিয়ন সেচ্ছাসেবী লভগের সভাপতি সেলিম,সাধারণ সম্পাদক আকতার হোসেন, ফুটবল পরিচালনা কমিটির সদস্য রুবেল তালুকদার, তারেক সোহেল, দিদার হোসেন পাইলট, আরিফুল ইসলাম টিপু প্রমুখ।
সেমিফাইনাল খেলায় পদুয়া ইলেভেন সুপার স্টার ফুটবল একাদশকে ৪-১ গোলে ট্রাইবেকার পরাজিত করে বিজয়ী হয় খুরুশিয়া ফুটবল একাদশ। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ীকে পুরস্কার বিতরণ করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com