প্রেস বিজ্ঞপ্তি
হামদর্দ জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের কার্যক্রম শুরু হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. মো. নূরুল ইসলাম, ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) আব্দুল্লাহ সাজ্জাদ, হামদর্দ বাংলাদেশের বোর্ড অবট্রাস্টিজ এর চেয়ারম্যান ও সাবেক সচিব কাজী গোলাম রহমান, বোর্ড অবট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ড. এ কে আজাদ খান, বোর্ড অবট্রাস্টিজ এর সদস্য অবসর প্রাপ্ত লে. জেনারেল আবু তৈয়ব মো.জহিরুল আলম এবং আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড.হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন হামদর্দ ফাউণ্ডেশন বাংলাদেশ এর পরিচালক লে.কর্নেলমাহবুবুলআলম চৌধুরী (অব.)।
আরো উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মো. জামাল উদ্দিন রাসেল, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এস এম শফিক, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার আশফাকুজ্জামান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া উল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান। ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক ধর্ম সচিব, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. চৌধুরী মো. বাবুল হাসান।
আলোচনা সভা ও হামদর্দ জেনারেল হাসপাতালের ফলক উন্মোচনের পর প্রতিষ্ঠানটির আঙিনায় বৃক্ষরোপন করেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশে এই প্রথম ইউনানী, আয়ুর্বেদিক এবং এ্যালোপ্যাথিক চিকিৎসার সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করলো হামদর্দ জেনারেল হাসপাতাল।
|