করোনার টিকা নিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ শাহাবুল খান
স্টাফ রিপোর্টার : ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ শাহাবুল খান সাথে কোভিড ১৯ নিলেন দৈনিক এশিয়া বাণী সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ৬৫ নম্বর কাউন্সিলর সাংবাদিক মিয়া আবদুল হান্নান।
সার্বিকভাবে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেরানীগঞ্জ কর্মরত মোঃ খলিলুর রহমান, টিকা দানকারী সেবিকা হাফিজা খাতুন। হাফিজা খাতুন টিকা দেয়ার সময় বলে দেয় টিকা দেয়ার পর সমস্যা বাঁ অসুবিধা হলে সাথে সাথে টিকাদান কর্মীকে খবর দিন। মুঠোফোনে ০১৭৩০৩২৪৪০২ কল দিয়ে অবগত করুন, প্রয়োজনে উদ্দিষ্ট জনগণকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন। টিকা প্রদান করে ভবিষ্যত প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করে রাখুন, তিনি আরো বলেছেন কোভিড ১৯ টিকা পেলেও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে মুহাম্মদ শাহাবুল খান বলেন, আমি করোনার টিকা নিয়েছি। শুনেছি টিকা নিলে নাকি কারও কারও জ্বর হয়, মাথা ঘোরে। কিন্তু এখন পর্যন্ত আমার কিছু হয়নি। আমি এখনো ঠিকই আছি, আলহামদুলিল্লাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( মালঞ্চ হাসপাতাল) কেরানীগঞ্জ সরকারি হাসপাতালে টিকা দেওয়ার পরিবেশ ভালো লেগেছে বলেও জানান মুহাম্মদ শাহাবুল খান।
তিনি বলেন, খুব চমৎকার পরিবেশ। যারা টিকা দিচ্ছেন, তারাও খুবই আন্তরিক।সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ শাহাবুল খান বলেন, অনেকে করোনার টিকা গ্রহণ করা নিয়ে শঙ্কায় আছেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, এখানে ভাবার কিছু নেই। চিন্তারও কোনো কারণ নেই। নিজের সুস্থতার পাশাপাশি আশপাশের সবার সুস্থতার জন্য করোনার টিকা নেওয়াটা জরুরি। তাই আমি মনে করি, প্রতিটি সচেতন নাগরিকের করোনার টিকা যত দ্রুত সম্ভব নেওয়া ভালো।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com