অনলাইন ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে বিমানবন্দর সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন অফিসগামী সাধারণ যাত্রীরা। গণপরিবহন সংকট এবং সরকারের বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে সড়কের দু’পাশে অবস্থান নেন তারা।
এতে সড়কের দু’দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বাস থেকে যাত্রীরা সড়কে নেমে এসে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভকারীদের দাবি, ঘণ্টার পর ঘণ্টা স্টপেজে দাঁড়িয়ে থেকে বাসে উঠা যাচ্ছে না। বাসের দরজা বন্ধ। একদিকে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে অন্যদিকে শত চেষ্টা করেও বাস পাওয়া যাচ্ছে না। এতে দুর্ভোগের শেষ নেই।
এই অবরোধে পুরো বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কুড়িল ফ্লাইওভার-বনানী আর অপরদিকে প্রায় উত্তরা পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছে। বাসসহ সব গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com