অনলাইন ডেস্ক : বগুড়ায় হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন এলাকা ও নতুন নতুন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। লকডাউনের সংবাদের পর থেকে জেলা শহরে সাধারণ মানুষের ভিড় বেড়েছে। শহরে যানজটে নাকাল হয়ে পড়েছে। মানুষ হাট বাজারে ছুটছে। মানুষেল উপচে ভিড় দেকে কতিপয় ব্যবসায়ীরাও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৩০৬টি নমুনার ফলাফলে নতুন করে ৪৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর আগে ৩ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৪১ জনের পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের ২৪টি নমুনার মধ্যে ৬ জনের পজিটিভ এসেছে। এর আগে ২৩ মার্চ আক্রান্ত হয়েছিল ২০ জন। তিনি আরও জানান, জেলায় করোনায় আক্রান্ত ১০ হাজার ৪৯৪ জন এবং সুস্থ ৯ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬৪ জনের। চিকিৎসাধীন রয়েছে ৩৮৩ জন।
বগুড়া শহরের থানা রোড, কঠাঁলতলা, ফতেহ আলী মোড়, চেলোপাড়িা, স্টেশন রোড, সাতমাথা এলাকা সহ সকল এলাকায় সাধারণ মানুষের প্রচন্ড ভিড় ছিল। যানজটে নাকাল হয়ে পড়ে বগুড়া শহর। সকলেই কেনাকাটা করতে ছুটছেন। বাজারে দাম বেড়েছে আলু, পেঁয়াজ ও তেল ও চালের। কেজিতে ৪ থেকে ৫ টাকা দাম বাড়িছে কিছু অসাধু চক্র।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com