অনলাইন ডেস্ক : রাজধানীর শ্যামপুরে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার অভিযান চালিয়ে এ জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, লকডাউনের প্রথম দিন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করেন তিনি।
এছাড়া ডিএসসিসির ১০টি অঞ্চলের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ও ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ব স্ব অঞ্চলে লকডাউন তদারকির জন্য বের হন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন স্থানে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com