মিয়া আবদুল হান্নান : মরণঘাতী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়া মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলী থেকে কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত আজ সন্ধ্যা থেকে আগামীকাল রাত ১০টা পর্যন্ত জেলা প্রশাসন সকল ধরণের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।
মুন্সিগঞ্জ থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। অতিসম্প্রতি আহুত হরতালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবে আমীর, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরসহ শত শত তৌহিদী জনতার উপর বর্বরোচিত হামলা, নিরীহ জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ জন শহীদের হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও তাদের খুনিদের ফাঁসির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ। এতে উপস্থিত থাকার কথা ছিলো মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের। এদিকে, সন্ধ্যায় হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লাহা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এক বিবৃতিতে জানিয়েছেন, করোনাভাইরাস দিনদিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণ আয়োজিত কালকের প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে সরকার যদি উল্লেখিত দাবিগুলো মেনে না নেয় তাহলে লকডাউন এর পর বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধৈর্য ধরার আহবান জানিয়েছেন।
হেফাজত ইসলামের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ ০৭ এপ্রিল ২০২১ বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট ও আশপাশের ২০০ গজে এ আদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম ।বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখানের ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, হেফাজতের প্রতিবাদ সভা, করোনা প্রাদুর্ভাব, সরকারি বিধি নিষেধ, আইনশৃঙ্খলা অবনতি, সব কিছুর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com