বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। করোনা শনাক্তের পর চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। বুধবার (৭ এপ্রিল) শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠান্ডা ও হাচি-কাঁশি ছিল অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তারা দুজনেই নমুনা পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে দুজনেরই।
শহীদুজ্জামান সেলিম বলেন, `ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এ নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক খাবার ও প্রোটিন বেশি খেতে বলেছেন।`
তিনি জানান, এখন তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। হালকা শরীর দুর্বল। তবে সুস্থ হওয়ার পথে। নিয়ম মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। শুটিং বা ব্যক্তিগত কোনো কাজে গেলে তিনি সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলেন। কীভাবে করোনায় আক্রান্ত হয়েছেন, তা বুঝতে পারছেন না। এছাড়াও করোনায় আক্রান্ত জানার পর থেকেই তিনি ও তার স্ত্রী একাধিক ঈদের নাটক ও ধারাবাহিক নাটকের শুটিং বাতিল করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com