বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে ভারতের গুজরাটের ১৬ বছরের তরুণী নীলাংশী জয়। তার শরীরের মাথা থেকে পুরো গোড়লি পর্যন্ত লম্বা চুল, যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি।
ভারতীয় গণমাধ্যমে খবর, প্রায় ১০ বছর ধরে চুল কাটেনি সে। কিন্তু কেন? উত্তরে নীলাংশীশি বলেছে, “আমার যখন ৬ বছর বয়স তখন একটি পার্লারে চুল কাটতে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়। এরপর থেকেই প্রতিজ্ঞা করি আর চুল কাটব না। গত দশ বছর ধরে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছি। চুল কাটিনি।” তবে এতো লম্বা চুল নিয়ে কোনো সমস্যা হয় না বলে জানিয়েছে নীলাংশী। সে বলে, সত্যি কথা বলতে কি, আমার কোনো সমস্যাই হয় না। এই লম্বা চুল নিয়ে আমি খেলাধুলা করি এবং অন্যান্য কাজও করি। এই চুল আমার লাকি চার্ম বলতে পারেন।”
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com