তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বুধবার রাত ১০ টার পর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যার দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীরাই ঢুকতে পারছেন না নিজেদের আইডি তে। পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ইরর লেখা ভেসে আসছে।
বিবিসি’র এক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা থেকে এই সমস্যার শুরু।
ফেইসবুক কর্তৃপক্ষ বলেছে, ফেসবুক ও আমাদের অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পোহাচ্ছেন কিছু ব্যবহারকারী। সমস্যাটি সমাধানে কাজ চলছে।
ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপ জুড়ে অনেক দেশেই এই সমস্যা বেশি হচ্ছে। এছাড়াও প্রভাব পড়ে আফ্রিকার কয়েকটি দেশেও।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com