অনলাইন ডেস্ক : নানা বিতর্ক ও নেতিবাচক আলোচনা সত্ত্বেও বলিউডের বক্স অফিসে রাজত্ব চালিয়ে যাচ্ছে দক্ষিণী ছবির রিমেক `কবীর সিং`। শহীদ কাপুর ও কিয়ারা আদভানি এ ছবিটি কয়েকদিন আগেই হিন্দিতে নির্মিত সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় সেরা ১০-এ প্রবেশ করেছিল। এবার একধাপ উঠে তালিকায় ৯-এ জায়গা করে নিয়েছে ছবিটি।
বিশ্বজুড়ে `কবীর সিং`র আয় ৩৫০ কোটি রুপি ছাড়িয়েছে। যা এ বছর মুক্তি পাওয়া সালমান খান অভিনীত `ভারত` ছবির আয় (৩০৪ কোটি রুপি) এর চেয়েও বেশি।
`কবীর সিং` ছবিটি পরিচালনা করেছেন সন্দ্বীপ রেড্ডি। এটি শহীদ কাপুরের ক্যারিয়ারে তার একক সর্বোচ্চ আয়কারী সিনেমা।
বলিউডে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে বলিউডে সেরা দশে প্রথম থেকে আছে `বাহুবলী ২` (হিন্দি), `দাঙ্গাল`, `সঞ্জু`, `পিকে`, `টাইগার জিন্দা হ্যায়`, `বজরঙ্গী ভাইজান`, `পদ্মাবত`, `সুলতান`র মতো আলোচিত ছবি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com