নির্বাচনী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, নিহত ১
অনলাইন ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।
নীলফামারীর সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন।
খবর পেয়ে বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ।
এদিকে রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল দেশের অন্য কেন্দ্রগুলোতে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসেন ভোটাররা। সুশৃঙ্খলভাবে নারী-পুরুষের আলাদা লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে ভোট দিচ্ছেন। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পারায় আগ্রহের মাত্রা ছিল একটু বেশি।
নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটগ্রহণ চলছে। পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় পৌনে ১৪ লাখ ভোটার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন। সূত্র: সময় সংবাদ
|
অনলাইন ডেস্ক : পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।
নীলফামারীর সৈয়দপুরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন।
খবর পেয়ে বিজিবির স্ট্রাইকিং ফোর্স লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহীর চারঘাট পৌরসভার ধানাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাবেক কাউন্সিলর ও জামায়াত নেতা নজরুল ইসলামকে আটক করে পুলিশ।
এদিকে রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল দেশের অন্য কেন্দ্রগুলোতে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি। স্বাচ্ছন্দ্যে ভোট দিতে আসেন ভোটাররা। সুশৃঙ্খলভাবে নারী-পুরুষের আলাদা লাইনে দাঁড়িয়ে নির্ধারিত কক্ষে ভোট দিচ্ছেন। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পারায় আগ্রহের মাত্রা ছিল একটু বেশি।
নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। নির্বাচনের পরিবেশ নির্বিঘ্ন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এদিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত বিজয়ী ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে পুনরায় ভোটগ্রহণ চলছে। পঞ্চম ধাপে ২৯ পৌরসভায় পৌনে ১৪ লাখ ভোটার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে তাদের নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন। সূত্র: সময় সংবাদ
|
|
|
|
ডেস্ক রিপাের্ট : পঞ্চম ধাপে দেশের ২০ জেলার ২৯ পৌরসভায় ভোটগ্রহণ চলছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
তবে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয় ভোট দিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কেন্দ্রের বাইরে প্রশাসনের কড়াকড়ি থাকলেও ভেতরের পরিবেশ ভালো না। কয়েকটি কেন্দ্রে নৌকার এজেন্টরা ভেটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছে। ভোটাররা ভোট দিতে গেলে তারা নিজেরাই ইভিএম বাটন চেপে নৌকার ভোট নিচ্ছেন।
অপরদিকে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী আবু নাঈম আবুল বাশার।
মাদারীপুর
মাদারীপুর ও শিবচর পৌরসভা নির্বাচনে রোববার সকাল থেকে চলছে ভোটগ্রহণ। ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। এবারই প্রথম পৌরসভার সবকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান সহজ হলেও দীর্ঘসময় লাগছে বলে ভোটাররা অভিযোগ করেন।
পৌর নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সকাল থেকে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছেন।
নরসিংদী
নরসিংদী পৌরসভায় স্থগিত ৪ কেন্দ্রের পুনর্নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ও আশপাশ এলাকায় র্যাব, পুলিশ, বিজিপি, আনসার, মোবাইল কোর্ট ও ট্রাইকিং ফোর্সের সদস্যরা মাঠে রয়েছেন। সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে ভোটগ্রহণে ধীর গতি চলছে বলে অভিযোগ করেছেন একাধিক ভোটার। এবার স্থগিত ৪টি কেন্দ্রে ৯ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
রংপুর
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়।
বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখানেও প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করছেন ভোটাররা।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন।
জয়পুরহাট
জয়পুরহাটের পৌরসভায় রোববার সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। তবে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবির জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, শেষ ধাপে সিলেট বিভাগে একমাত্র হবিগঞ্জ পৌরসভাতেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ পৌরসভায় ২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোলা
ভোলা ও চরফ্যাশন পৌরসভার নির্বাচনে উৎসবমূখর পরিবেশে দল বেঁধে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ভিড় রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে প্রথমবারের মতো ভোলা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে। তবে ভোট দিতে গিয়ে ভোটারদের কোনো প্রকার সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন আল-মামুন।
বগুড়া
বগুড়ায় পৌরসভা নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটারদের ব্যাপক উপস্থিতির কারণে ভোটগ্রহণ কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। অনেকদিন পর সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
তবে ইভিএম পদ্ধতিতে হওয়ায় ভোটারদের অনেকেই বুঝতে পারছেন না। ফলে ভোটগ্রহণে সময় বেশি লাগছে। আবার আঙুলের ছাপ না মেলায় কয়েকজনকে ফিরে যেতে দেখা গেছে।
জানা গেছে, দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়া। প্রায় ৭৬ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত। আর ভোটার রয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৮৭০ জন।
|
|
|
|
জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপজেলা ভিত্তিক মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ বালুখালীস্থ শহীদ সৈনিক ইসমাঈল ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।২৬ ফেব্রুয়ারী রাত ৮ টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা কোটবাজার খেলোয়াড় সমিতি বনাম ব্যাংক এশিয়া বালুখালীর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় কোটবাজার খেলোয়াড় সমিতি জয় লাভ করে শিরোপা অর্জন করেন।
খেলায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরুণ ছাত্রলীগ নেতা ইব্রাহীম আজাদ। ক্রীড়াসংগঠক নুরুল আবছার সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায়,প্রধান অতিথি ছিলেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রমজানুক হক নিহাদ।বিশেষ অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন,পালংখালী ইউপির চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো,
উপস্থিত ছিলেন রাজাপালং ইউপির মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন প্রমুখ।অতিথি গণ বিজয়ী, রনার্স আপ পুরস্কার প্রাপ্ত বিভিন্ন খেলোয়াড় ও প্রতিষ্ঠানকে চ্যাম্পিয়ন ট্রফি সহ সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় আয়োজকদের পক্ষে জিয়াউল হক বাপ্পী,খাইরুল শর,কায়সার,ছাত্রলীগের নেতা আনিসুল মোস্তফা, মহিউদ্দিন চৌধুরী জয়,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা,সোহেল চৌধুরী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভূমিকা পালন করেন।
সভাপতির বক্তৃতায় উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম আজাদ বলেন, অবশেষে শহীদ সৈনিক ইসমাঈল ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে । বিজয়ী দলকে শুভেচ্ছাসহ যারা আমাদের আয়োজনকে সফলতার দিকে ধাবিত করতে সর্বাত্নক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি প্রতিবছর যাতে এ ধরণের মনোমুগ্ধকর খেলা আয়োজন করতে পারি সেজন্য উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
|
|
|
|
জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনী নদীতে গোসল করতে গিয়ে সজীব বাহাদুর ছেত্রী পাভেল (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত সজীব বাহাদুর ছেত্রী রামগড়ের বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেল্ফীর ছেলে। সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার (২৭ ফেব্রুয়ারি) বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর চরে ফুটবল খেলতে যায় পাভেলসহ ১০-১২ জন শিশু। খেলা শেষে তারা ফেনী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাভেল ও শান্ত নদীতে ডুবে যাওয়ার সময় সহযোগিরা শান্তকে উদ্ধার করলেও পাভেল ডুবে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, `এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।`
|
|
|
|
আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন মাছুয়াখালী বিটে নিয়মিত টহলকালে গাছ চুরির অপরাধে ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামী শহর আলী।
২৭ ফেব্রুয়ারী সকাল ৭টায় বাফারজোন বাগান থেকে গাছ চুরির প্রাক্কালে তাকে আটক করা হয়। মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন, কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মাছুয়াখালী বিটের ২০১৩- ২০১৪ সালের সৃজিত বাফারজোন বাগান এলাকায় নিয়মিত টহলকালে মেহেরঘোনা রেঞ্জ এবং মাছুয়াখালী বিটের নেতৃত্বে গাছ কেটে চুরি করে নেওয়ার সময় হাতেনাতে ১জন গাছ চুরকে আটক করা হয়েছে । আসামীর বিরুদ্ধে পিওআর মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বনজসম্পদ, সরকারী বন ভূমি রক্ষার্থে আমরা সজাগ রয়েছি। কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জের মাছুয়াখালী বিটের বাফারজোন বাগান এলাকায় নিয়মিত টহলকালে গাছ চুরির সময় একজন আসামী কে হাতে নাতে ধৃত করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে পিওআর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। বন অপরাধ দমনে সংশ্লিষ্ট বিট ও রেঞ্জ কর্মকর্তাকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান করেন তিনি।
|
|
|
|
মিয়া আবদুল হান্নান : নেজামে ইসলাম পার্টি সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, নামাজ পড়া যেমন ফরজ তেমনি দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ। আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। অন্যথায় কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হতে হবে। দেশে খুন গুম লুটপাট চলছে অবাধে। স্বাধীনতা সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। বর্তমান জুলুমবাজ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। দলের আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী আমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জেহাদী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো.ইবরাহিম বীরপ্রতীক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির আল্লামা আব্দুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস ড. মহিউদ্দিন ইকরাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির আলহাজ আব্দুর রহমান চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, মাওলানা হাফেজ সালামত উল্লাহ, মাওলানা ড. খলিলুর রহমান, মাওলানা হোসাইন আহমদ হেলাল, মাওলানা নূরুল আলম মাহাদী, মুফতি দ্বীনে আলম হারুনী, অধ্যাপক মঞ্জুরুল কাদের চৌধুরী ও মাওলানা আ হ ম নূরুল কবির হেলালী।দলের উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান সর্বসম্মতিক্রমে আল্লামা সরওয়ার কামাল আজিজীকে আমির ও মাওলানা মুসা বিন ইযহারকে মহাসচিব করে তিন বছর মেয়াদী দলের ৬২ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন। মেজর জেনারেল (অব.) মো. ইবরাহিম বীরপ্রতীক বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে। এই জুলুমবাজ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এই সরকারকে হটিলে গণমানুষের সরকার এবং মদিনা সদন বাস্তবায়নের সরকার প্রতিষ্ঠা করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে আইয়্যামে জাহেলিয়াতের যুগ চলছে। এই সরকার ভোট ডাকাতের সরকার। তিনি বলেন, এই জুলুমবাজ সরকার থেকে জাতি মুক্তি চায়। আল্লাহর নাম নিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার হটাতে রাজপথে নামার বিকল্প নেই।সভাপতির বক্তব্যে আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেন, নেজামে ইসলাম পার্টি মুরব্বিদের রেখে যাওয়া আমানত। এই আমানদের সদ্ব্যবহার করতে হবে। তিনি বলেন, নামাজ পড়া যেমন ফরজ আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করাও ফরজ। অন্যথায় কিয়ামতের দিন বিচারের মুখোমুখি হতে হবে। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন দলের আমির।
|
|
|
|
জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে সবুজ মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা মুড়াহাঁটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের রাঁজাখাঁ গ্রামের বুলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন। পথিমধ্যে কালিসীমা এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
|
|
|
মিয়া আবদুল হান্নান : কাদিয়ানি সম্প্রদায়ের অমুসলিম ঘোষণা করে আমাদের এক প্লাটফর্মে আসতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর এবং হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস শিক্ষা পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, সমস্ত আসমানি কিতাব দ্বারা প্রমাণিত মহানবী (সা.) সর্বশেষ নবী। রাসুল (সা.) পরে আর কোনো নবী আসবে না। যারা নবুওয়াতের দাবি করে তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে। বিশ্বনবী (সা.) ইজ্জত রক্ষায় খতমে নবুওয়াতের সমস্ত সংগঠনকে এক প্লাটফর্মে আসতে হবে। তিনি বলেন, মুসলমানদের মাঝে বিভক্তি সৃষ্টির জন্যই ইংরেজরা মিথ্যা নবীর দাবিদার মির্জা গোলাম আহমদকে মাঠে নামিয়েছিল। আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মহানবী (সা.) কে যারা শেষ নবী বলে স্বীকার করে না তারা কাফের। মহানবী (সা.)কে অস্বীকারকারী কাফেররা মুসলমানদের পরিভাষা ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা যে কাফের এ জন্য দলিলের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, এরা শুধু ইসলামের জন্য নয়; এরা দেশের জন্যও হুমকি। অবিলম্বে সাংবিধানিকভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, দ্বীন ইসলামের নবী , বিশ্বনবীর মোহাব্বতে রক্ত দিতে কে কে প্রস্তত। এসময় হাজার হাজার যুবক দুই হাত তুলে জানান দেন, রক্ত দিতে তারা প্রস্তুত। হিন্দু, বৌদ্ধ , খৃস্টান সম্প্রদায়েরা অমুসলিম তারা মুসলিম দাবী করেনা। তারা যার যার ধর্ম পালন করেন। কিন্তু গোলাম আহাম্মদ কাদিয়ানী বৃটিশ বেনিয়া, ইংরেজ ও ইয়াহুদীদের বানানো ভন্ড নবী। এই গোলাম আহাম্মদ কাদিয়ানী অনুসারীরা আখেরী নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম কে শেষ নবী মানেনা। জুনাইদ বাবুনগরী আরো বলেন, কাদিয়ানীরা মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করে যাচ্ছে, হিন্দু, বৌদ্ধ , খৃস্টান সম্প্রদায় হজ করতে মক্কা- মদিনা যায়না। কিন্তু কাদিয়ানী অনুসারীরা আজান দেয়, তাদের বড় বড় মসজিদ আছে। তারা নামাজ আদায় করে। রোজা রাখেন, নামাজ পড়ে। ঈদ পালন করে কোর বানী করেন। দেশের মানুষ কাদিয়ানী সম্প্রদায়েরকে মুসলিম জাতি মনে করেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বসে তার দপ্তরে মিটিং করেছি। তাকে বলেছি , আপনিকি কাদিয়ানীদের মুসলমান সম্প্রদায় মনে করেন, তিনি বলেন, মুসলিম জাতি মনে করিনা, তবে সময়ের ব্যপার। দেশের আমজনতা দাবী করে বলেন, কাদিয়ানী অনুসারীরা অমুসলিম তারা কাফের! `যারা কাদিয়ানী সম্প্যদায়কে কাফির মনে করেন না, তারাও কাফের। সভাপতির বক্তব্যে পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ বলেন, ৮০ বছর বয়স হয়েছে, আমি সংগ্রাম, সমাবেশ মিটিং, মিছিল করে যাচ্ছি।
মৃত্যুর আগপর্যন্ত সংগ্রাম করে যাবো। এটি ঈমান রক্ষার দাবী, মুসলমানদের ঈমান আকিদার দাবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি : পৃথিরীর বিভিন্ন মুসলিম দেশে গোলাম কাদিয়ানী অনুসারীদের কাফের ঘোষণা দিয়েছেন। আপনিও কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করুন। সংবিধান সংশোধন এনে এই ৯০ ভাগ মুসলমানদের দেশে ওরা মুসলিম দাবী করতে পারে না। ওরা কাদিয়ানী অনুসারী হয়ে থাকবে মুসলমান দাবী করতে পারবেনা।
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আয়োজিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা জুনাইদ বাবুনগরী এসব কথা বলেন। সংগঠনের আমীর ও মধুপুর পীর সাহেবের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদরাসার মুফতিয়ে আজম আল্লামা মুফতি আব্দুস সালাম চাটগামী। সংগঠনের মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদ উদ্দিন ও যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতা ও নারায়ণগঞ্জের ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, শাঈখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, আমীরে তাহরীকে খতমে নবুওয়াত সাইয়িদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী, খতমে নবুওয়াত আন্দোলনের আমীর মুফতি নূর হোসাইন নুরানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবু আম্মার আবদুল্লাহ, মাওলানা বশির আহমদ, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মেরাজনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা রশিদ আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হাজী মোঃ জালাল উদ্দিন বকুল ও মাওলানা হাসান জামিল, আলহাজ হযরত মাওলানা নুরুল হক হামিদী ( খলিফা পীর সাহেব মধুপুর), সভাপতির বক্তব্যে মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, রাসুল (সা:.) এর ইজ্জত রক্ষায় এদেশের মুসলমানরা জীবন দিতে প্রস্তুত। নাস্তিক মুরতাদদের ইসলাম বিদ্বেষী অপতৎপরতা প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণদাবীতে পরিনত করতে হবে। মহাসম্মেলনে কতিপয় দাবি পেশ করা হয়।
|
|
|
|
মোঃ বিল্লাল হোসাইন : ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে। আজ (২৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সমিতির ২ নং বার ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১০ পদে ও বিএনপি সমর্থিত প্যানেল ৩ পদে জয়ী হয়েছে। এতে সমন্বয় পরিষদ সমর্থিত এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ ৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ৭২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের প্রার্থী এডভোকেট ছামিউল ইসলাম আতাহার পেয়েছেন ৪২ ভোট।
এছাড়া অন্যান্য পদে জয়ীরা হচ্ছেন সহ-সভাপতি পদে হরিদাস সাহা (আ`লীগ) ও আশরাফুল আলম লিচু (বিএনপি), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রাশেদুর রহমান রাসেল (বিএনপি) ও আমিনুল ইসলাম মমিন (আ`লীগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তারুজ্জামান মোক্তার (বিএনপি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মেরাজ উদ্দিন চৌধুরী (আ`লীগ), অডিটর পদে শিবলু চন্দ্র দাস (আ`লীগ) এবং নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নির্বাহী সদস্য রুকনুজ্জামান রুকন (আ`লীগ), ফকির মোঃ নাহিদুজ্জামান (আ`লীগ), মোঃ আকরামুজ্জামান (আ`লীগ) ও মোঃ এরশাদ আলী লিটন (আ`লীগ)।
প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় জানান, ১৩ সদস্য বিশিষ্ট এ নির্বাহী পরিষদের ৪ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার সমিতির ১৫৯ জন ভোটারের মধ্যে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
|
|
|
|
জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবের আউটার সিগনাল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ওই ব্যক্তি রেললাইন পার হত্তয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে ভৈরব রেলত্তয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
|
|
|
জেলা প্রতিনিধি : লালমনিরহাটের সদর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে খাদিজা বেগম (২৪) নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ৫টার দিকে সদর উপজেলার গুড়িয়াদহ মন্ডলের হাট এলাকা থেকে অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলের হাট এলাকার শাহজাহান আলীর ছেলে রাসেল মিয়ার (৩০) সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় খাদিজার। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন স্বামী রাসেল। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে স্বামী রাসেল মিয়ার পুরুষাঙ্গ কর্তনসহ মাথায় ও বাম চোখে কোপ দেন খাদিজা।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করেন। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত খাদিজা বেগমকে আটক করে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আহত রাসেলের পরিবারের মৌখিক অভিযোগে স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। আহত রাসেল পুরুষাঙ্গসহ দেহের কয়েক জায়গায় মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছেন।
|
|
|
|
জেলা প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চার জনের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ছয়টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের বাসটি সামনে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
পরে, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।
|
|
|
|
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দুই বাসের আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা থানার রশিদপুর নামক স্থানে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এরমধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। অপর ছয়জনের মরদেহসহ বেশ কিছু আহত যাত্রীকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হাসপাতালে পাঠানো হয়েছে।
লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান, ঢাকা থেকে আসার পথে বারবার বাসের চালক ওভারটেক করছিলেন। তাকে কয়েকবার সর্তকও করা হয়। কিন্তু কথা শোনেননি। তিনি বাসটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন বলে জানান জসিম।
সুমন নামে আরেক যাত্রী জানান, লন্ডন পরিবহনের বাসে ২৯-৩০ জন যাত্রী ছিলেন। তাদের সবাই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন মারাও গেছেন।
ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত ডিডি মো. কুবাদ আলী সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা এসে ১০ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে সাতজনের মরদেহ রয়েছে। আরও বেশ কয়েকজন হতাহতকে এর আগেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
|
|
|
|
মিয়া আবদুল হান্নান : ঢাকার কেরানীগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি২০২১ বৃহস্পতিবার সকাল সারে ৯ টায় গুলিস্তান-কেরানীগঞ্জ,নবাবগঞ্জ বান্ধুরা রোডের শরীফ মেলামাইন ফ্যাক্টরির সামনে সমর্থ বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর মহিলার স্বামীর আব্দুল মজিদ বেপারি, তার গ্রামের বাড়ী শরিয়তপুর জেলার জাজিরা থানার হাজি ওহাজ উদ্দিন মল্লিক গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়,তিনি অটোরিকশার যাত্রী ছিলেন,পেছন থেকে বালু বোঝাই ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ট্রাকের চাকায় মাথা থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বালির ট্রাক এবং চালককে আটক করতে সক্ষম হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকগাড়ী এবং ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করা হয়েছে। এব্যপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
|
|
|
|
অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় কৃষি ব্যাংকের একটি শাখার চারজন কর্মকর্তা-কর্মচারীকে অচেতন করে ব্যাংকটি লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারের কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা নওশের আলী (৫৫), ক্যাশ কর্মকর্তা আরিফুজ্জামান (৩১), কর্মকর্তা ফেরদৌস আলম (৩২), নিরাপত্তাপ্রহরী আমির হোসেন (৩২)।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা আরিফুজ্জামান জানান, অন্যান্য দিনের তুলনায় বুধবার কাজের প্রচুর চাপ থাকায় সেগুলো সামাল দিতে আমরা তিনজন কর্মকর্তা ও একজন প্রহরী ব্যাংকে কাজ করছিলাম। রাত অনুমান ৮টার দিকে আমার চোখ-মুখ অন্ধকার করে বমি বমি ভাব লাগছিল। এ সময় দেখি বাকিরা কেউ টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ছে, আবার কেউবা বমি করছে। পরে আমি আর কিছুই বলতে পারব না।
ব্যাংক ম্যানেজার রুহুল আমিন জানান- আমি সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংক থেকে বের হই। ওই সময় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চলছিল। রাত ৮টার দিকে নৈশপ্রহরী রফিকুল ইসলাম এসে দেখেন নিরাপত্তাপ্রহরী আমির হোসেন বমি করে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভিতরে গিয়ে দেখেন বাকিদেরও একই অবস্থা। তাৎক্ষণিক আমাকে ফোন করে বিষয়টি জানান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, বুধবার বিকাল থেকে বদরপুর বাজারের পাশে একটি মাহফিল চলছিল। সেই সুবাদে সন্ধ্যার পর বাজার অনেকটাই জনশূন্য ছিল। আমরা ধারণা করছি, অজ্ঞানপার্টি সবাইকে অচেতন করে লুট করার চেষ্টা করেছিল। যথাসময়ে আমাদের ব্যাংকের নৈশপ্রহরী আসায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে আমাদের ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।
চান্দিনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, যে চারজনকে আনা হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সঠিকভাবে তাদের অজ্ঞান হওয়া ও বমি করার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লুটের কোনো আলামত এখনো আমরা পাইনি। আহত সবার সঙ্গে পৃথকভাবে কথা বলেছি। যারা বমি করেছেন তাদের নমুনা সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
|
|
|
|
স্টাফ রিপোর্টার : ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি হাসপাতালে গিয়ে করোনার টিকা নেন বিশিষ্ট ব্যবসায়ি মুহাম্মদ শাহাবুল খান সাথে কোভিড ১৯ নিলেন দৈনিক এশিয়া বাণী সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ৬৫ নম্বর কাউন্সিলর সাংবাদিক মিয়া আবদুল হান্নান।
সার্বিকভাবে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেরানীগঞ্জ কর্মরত মোঃ খলিলুর রহমান, টিকা দানকারী সেবিকা হাফিজা খাতুন। হাফিজা খাতুন টিকা দেয়ার সময় বলে দেয় টিকা দেয়ার পর সমস্যা বাঁ অসুবিধা হলে সাথে সাথে টিকাদান কর্মীকে খবর দিন। মুঠোফোনে ০১৭৩০৩২৪৪০২ কল দিয়ে অবগত করুন, প্রয়োজনে উদ্দিষ্ট জনগণকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন। টিকা প্রদান করে ভবিষ্যত প্রয়োজনে কার্ডটি সংরক্ষণ করে রাখুন, তিনি আরো বলেছেন কোভিড ১৯ টিকা পেলেও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে মুহাম্মদ শাহাবুল খান বলেন, আমি করোনার টিকা নিয়েছি। শুনেছি টিকা নিলে নাকি কারও কারও জ্বর হয়, মাথা ঘোরে। কিন্তু এখন পর্যন্ত আমার কিছু হয়নি। আমি এখনো ঠিকই আছি, আলহামদুলিল্লাহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( মালঞ্চ হাসপাতাল) কেরানীগঞ্জ সরকারি হাসপাতালে টিকা দেওয়ার পরিবেশ ভালো লেগেছে বলেও জানান মুহাম্মদ শাহাবুল খান।
তিনি বলেন, খুব চমৎকার পরিবেশ। যারা টিকা দিচ্ছেন, তারাও খুবই আন্তরিক।সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মুহম্মদ শাহাবুল খান বলেন, অনেকে করোনার টিকা গ্রহণ করা নিয়ে শঙ্কায় আছেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, এখানে ভাবার কিছু নেই। চিন্তারও কোনো কারণ নেই। নিজের সুস্থতার পাশাপাশি আশপাশের সবার সুস্থতার জন্য করোনার টিকা নেওয়াটা জরুরি। তাই আমি মনে করি, প্রতিটি সচেতন নাগরিকের করোনার টিকা যত দ্রুত সম্ভব নেওয়া ভালো।
|
|
|
|
|
|
|